• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভয়াবহ গতিতে ধেয়ে আসছে টাইফুন 'চ্যানথু'

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬
ভয়াবহ গতিতে ধেয়ে আসছে টাইফুন 'চ্যানথু'

চিনের দিকে ভয়াবহ গতিতে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন 'চ্যানথু'। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং আশপাশের এলাকার স্কুল বন্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে সকল প্রকার পরিবহণও।

সাংহাই শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি থাকবে। অবশ্য রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দুর্বল হচ্ছিল এই সুপার টাইফুন এবং জানা যায়, ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে সাংহাই কর্তৃপক্ষ।

চিনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির সাংহাই-সহ কোনও কোনও অংশে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই ঝেংঝো প্রদেশে রবিবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। সেখানকার কিছু শহরে স্কুল, বিমান ও রেল পরিষেবা বন্ধ করা হয়েছে। স্কুলগুলি আপাতত না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাসতর্কতা জারি করা হয়েছে ন'টি জেলায়।

খবর আলজাজিরা

এমএন

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
জিম্মি জাহাজের খাবার শেষ হলেও যে কারণে চিন্তার কিছু নেই
ওয়াকারের ইনজুরিতে দুশ্চিন্তায় সিটি
ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’
X
Fresh