• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বজ্রপাতে একদিনে ২৯ জনের মৃ'ত্যু

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২৩:৫৪
একদিকে বজ্রপাত হচ্ছে, অন্যদিকে ছাতা মাথায় মানুষ চলছে: ফাইল ছবি

আকাশ মেঘ করে আসলেই এখন মানুষের মনে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করে। কারণ দিনে দিনে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়। আর আজকে রোববার (০৬) বজ্রপাতে সারাদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ ও চট্টগ্রামেই মারা গেছেন ১০ জন। এর আগে বজ্রাঘাতে শনিবার ৭ জন ও শুক্রবার ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন দিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (০৬ জুন) সিরাজগঞ্জে স্কুলছাত্রসহ পাঁচজন, চট্টগ্রামে পাঁচজন, মানিকগঞ্জে একজন, দৌলতপুরে একজন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে বজ্রাঘাতে দুইজন, ফেনীর সোনাগাজী উপজেলা দুইজন, পটুয়াখালীতে দুইজন, বগুড়ায় একজন, মাদারীপুরের শিবচরে একজন, মেহেরপুর একজন, নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে একজন, পাবনার আটঘরিয়ায় একজন, মাগুরার মোহম্মদপুর উপজেলায় একজন, শরীয়তপুরে একজন, বরিশালের উজিরপুরে একজন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একজন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে একজন, রংপুরের গঙ্গাচড়ায় একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

আরটিভি নিউজের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে একদিনে ২৯ জন বজ্রপাতে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিভাগ শিক্ষার্থী। মৃত্যুর তালিকায় দিনমজুর নারী ও পুরুষ রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, বজ্রপাতের বিষয়ে মানুষকে সচেতন করার সময় এসেছে। সরকারের পক্ষ থেকে জোরেসোরে প্রচার-প্রচারণা চালাতে হবে। মানুষ সচেতন হলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব। এছাড়া প্রতিদিনি বজ্রপাতে মানুষের মৃত্যু বাড়তে থাকবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
একদিনে সড়কে ঝরল ১৮ প্রাণ
X
Fresh