• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ২৩:৩৯
চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ
ফাইল ছবি

গত ২৬ মে (বুধবার) বুদ্ধ পূর্ণিমার দিনে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিলো। আর আগামী ১০ জুন ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২১ সালে মোট চারটি গ্রহণ দেখা যাবে। এর মধ্যে ২টি চন্দ্রগ্রহণ ও ২টি সূর্যগ্রহণ হবে।

এ বছরের প্রথম সূর্যগ্রহণ রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে দেখা যাবে। এছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে আংশিকভাবেই তা দেখা যাবে। সবচেয়ে ভাগ্যবান গ্রিনল্যান্ডের অধিবাসীরা। কারণ সেখান থেকেই দেখা যাবে সূর্যগ্রহণের পুরো ঘটনাটি।

নাসা জানিয়েছে, সূর্যগ্রহণের ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এমনভাবে চলে আসবে যে ৯৫ শতাংশ সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে।

এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর। সেটিা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরল মহাজাগতিক ঘটনা দেখল কোটি মানুষ
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে, দেখুন সরাসরি
বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
সূর্যগ্রহণের সময় রাসূল (সা.) যা করতে বলেছেন
X
Fresh