• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ২৩:৪৮
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শনিবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল ও সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। রোববার (৯ মে) পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

শনিবার (৮ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে। নদীবন্দরগুলোকেও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, যশোর, খুলনা, সিলেট, নোয়াখালী ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় রোববার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ মে) নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, ৪ অঞ্চলে সতর্ক সংকেত
রাতেই যেসব জায়গায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
X
Fresh