• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীসহ যা থাকছে

আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ২০:৩৯
মে মাসে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীসহ যা থাকছে

চলতি মাসে কমছে না তাপমাত্রা। থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। একইসঙ্গে আকস্মিক কালবৈশাখীও হতে পারে।

রোববার (০২ মে) চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

চলতি মাসের পূর্বাভাসে দেখা গেছে, বিগত বছরগুলো মে মাসে দেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটির অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মে মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির উপরে) এবং সারাদেশে ১ থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি বা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এফএ

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
X
Fresh