• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৮-২৪ এপ্রিল ভারি বৃষ্টির সম্ভাবনা

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৬:৪১
১৮-২৪ এপ্রিল ভারি বৃষ্টির সম্ভাবনা
১৮-২৪ এপ্রিল ভারি বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ ও সংলগ্ন উজানের অংশে (ভারতে) আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে এই বৃষ্টির জন্য দেশে আকস্মিক বন্যার সৃষ্টি হবে কিনা তা এখনো জানানো হয়নি। রোববার (১১ এপ্রিল) বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যের উপর ভিত্তি করে এ তথ্য নিশ্চিত করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের পর্যালোচনায় দেখা গেছে যে, এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৬০ থেকে ২৩০ মিলিমিটার। এছাড়া ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের এসব অঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে কমতে পারে এবং এতে করে আকস্মিক বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
X
Fresh