• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকাসহ ৬ বিভাগেই বৃষ্টি হতে পারে

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১২:০৫
আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে গতকাল শুক্রবার বৃষ্টি হয়েছে। আজও রাজধানীসহ ছয় বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে ।

আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের ‍কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে এবং আজও হালকা বৃষ্টিপাত হতে পারে।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১ পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ী মেঘলা থাকতে পারে। এছাড়াও হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে উত্তর-পশ্চিম ও উত্তরদিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

জিএম/এমকে

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
রাজধানীসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত
গরম নিয়ে সবশেষ যে তথ্য জানাল আবহাওয়া অফিস
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, ৪ অঞ্চলে সতর্ক সংকেত
X
Fresh