• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গরম থাকতে পারে আরও তিন দিন

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১
গরম পড়েছে
গরমের সঙ্গে গুমোট একটা ভাব, বৃষ্টির দেখা নেই

আজ রোববার ঢাকায় বেশ গরম পড়েছে। দুপুর একটায় তাপমাত্রা দেখা গেলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে গুমোট একটা ভাব। বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, এরকম অবস্থা আরও তিন দিন থাকতে পারে।

তবে দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত নীলফামারীর ডিমলা উপজেলায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণাঞ্চলে কমবে সামান্য। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বেশি হতে পারে উত্তরাঞ্চলে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টি কম হবে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি রয়েছে। এ জন্য গরম অনুভব হচ্ছে বেশি। এর সঙ্গে বৃষ্টি কম হচ্ছে ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে। এখন মৌসুমি বায়ুর সক্রিয়তা কম। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি হয়েছে। পরিস্থিতি দু-এক দিনের মধ্যে পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: এ মাসের দ্বিতীয় সপ্তাহে ফের বন্যা

এসজে

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
X
Fresh