• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদে ৮ দিন গণপরিবহন বন্ধ থাকবে: নৌপ্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ১৩:৫৪
Public transport will be closed for 7 days on Eid: Shipping Minister
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

আসন্ন ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে তিনদিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ (বুধবার) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এসব কথা জানান

এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ঈদের আগে ৫দিন ও ঈদের পর ৩দিন গণপরিবহন বন্ধ থাকবে, যা নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

এসময় তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার আগের ৫দিন ও পরের ৩ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে। জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
২০ বছরের পুরনো বাস সরানো হবে, তালিকা চাইলেন মন্ত্রী
গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন রাখার দাবি
গণপরিবহনের ভাড়া কমছে!
X
Fresh