• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চার মাস পর ঢাকা থেকে দুবাই গেল বিমান

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ২১:১৭
Four months later, the plane flew from Dhaka to Dubai
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও মধ্যপ্রাচ্যে ঢাকা-দুবাই-ঢাকা বাণিজ্যিক ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল চারটা ৩৫ মিনিটে ১৮৬ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানের ফ্লাইটটি।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, সব যাত্রীকে ফ্লাইটে ওঠার আগে করোনাভাইরাস নেগেটিভ সনদ সঙ্গে নিতে হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) একইভাবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হবে।

ঢাকা-দুবাই-ঢাকা রুটে ১৩ জুলাই থেকে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান।

এর আগে ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফ্লাইট চালুর ঘোষণা দিলেও পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh