• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৭ মার্চ হচ্ছে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ২০:০৯
March 8 is National Historic Day
শেখ হাসিনা

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে দিবসটিকে জাতীয়ভাবে পালনের জন্য এ দিনকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসাবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে সভায় অংশ নেন প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার অন্য সদস্যরা যোগ দেন।

পরে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসাবে ঘোষণার প্রস্তাব এবং এ সম্পর্কিত গেজেট প্রজ্ঞাপনের ক-সিরিয়াল (তালিকায়) অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে একটি রিট আবেদনের প্রেক্ষিতে ৭ মার্চকে কেন জাতীয় ঐতিহাসিক দিবস হিসাবে ঘোষণা দেয়া হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেন।

উল্লেখ্য ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণের ১৮ দিন পর বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
‘ঈদে ছুটি না বাড়লেও ঐচ্ছিক নেওয়ার সুযোগ থাকবে’ 
X
Fresh