• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে কঠোর ব্যবস্থা না নিলে আগস্টে ভয়াবহ রূপ নেবে

মারুফ রেজা, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ১৬:২৪
it will take a terrible shape in August
ছবি সংগৃহীত

করোনা নিয়ন্ত্রণে ঈদে কঠোর ব্যবস্থা না নিলে মধ্য আগস্টে আক্রান্তের সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গেলো ঈদুল ফিতরের তুলনায় যেহেতু সংক্রমণের হার এখন অনেক বেশি, তাই এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে সরকার ও প্রশাসনকে। এছাড়া, পশুরহাটেরও বিকল্প ভাবার পাশাপাশি সময়ের সাথে সাথে করোনার পরীক্ষা ও চিকিৎসা বাড়ানোর কথা জানিয়েছেন তারা।

ফের আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আবারো যানজট, আবারো হলুদ সবুজ আর লাল বাতির অপেক্ষা! সরেজমিনে রাজধানীর কাওরান বাজারে ভরদুপুরের চিত্র দেখে বোঝার উপায় নেই; দেশে চলছে করোনার ভয়াবহ দুঃসময়। সামাজিক দূরত্ব তো পরের কথা, নিজের মুখে মাস্ক আছে যে কজনার, সেটি খুঁজে বের করাই দুঃসাধ্য।
দিন যতো গড়াচ্ছে স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন হচ্ছে মানুষ। তাই তো আক্রান্ত কিংবা মৃত্যুর সংখ্যায় প্রতিদিন ছাড়াচ্ছে আগের রেকর্ড। এমনকি বিশ্বপরিসংখ্যান টেবিলেও বাংলাদেশ এখন টপ এইটটিনে।

এরই মধ্যে চিন্তার খবর হলো আসন্ন কোরবানির ঈদ। পরিসংখ্যানে দেখা যায়, গেলো ইদুল ফিতরের আগের ১৪ দিনে যেখানে সংক্রমিত হয়েছিল ১৯,৮৯৪ জন সেখানে পরের ১৪ দিনে হয়েছিল ৩৬০৯০ জন অর্থাৎ প্রায় তার দ্বিগুণ! এছাড়া, ঈদের আগের ১৪ দিনে ২৬২ জন মারা গেলেও পরের ১৪ দিনে সে সংখ্যাটি দাঁড়ায় ৪৭৪ জনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক শাফিউন শিমুল বলেন, আগের তুলনায় এখনকার পরিসংখ্যান তো আরো ভয়াবহ। তাই ঈদ ও পশুরহাট মিলে অর্থাৎ করোনার ভয়াবহতা চরমে কোরবানি ঈদকে ঘিরে।

এ ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে পরামর্শ দিলেন তিনি।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসেন বলেন, এমন পরিস্থিতিতে পশু কোরবানির বিকল্প উপায় বের করতে হবে। সেই সাথে গুরুত্বের সাথে বন্যার বাস্তবতাও মাথায় রাখতে হবে। নইলে পরিস্থিতি সামাল দেয়া যাবে না।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh