• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ০৮:৩২
Gas supply will be stopped in the areas of the capital today
ফাইল ছবি

রাজধানীর বনানী, মহাখালী এবং আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এমনটা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টারমিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য ৭ জুলাই দুপুর সাড়ে ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাসের পক্ষ থেকে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রতারক চক্রের বিষয়ে তিতাস গ্যাসের যে বার্তা
সিলেটে শনিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
বুধবার যেসব এলাকায় ১৫ ঘণ্টা থাকবে না গ্যাস
X
Fresh