• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চালের বাজার অস্থিতিশীল করলে কঠোর অবস্থানে যাবে সরকার: খাদ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২০, ০০:১৬
rice, food,
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

এই ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনও কারণ নেই। যদি কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কঠোর অবস্থানে যাবে সরকার। প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানি করা হবে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১ জুলাই) বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে ভিডিও কনফারেন্সে এক আলোচনায় তিনি একথা বলেন।

সভায় উপস্থিত চালকল মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চালের বাজার স্থিতিশীল রাখেন। সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল সরবরাহ করেন। যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে সরকার চাল আমদানিতে যেতে বাধ্য হবে।

মন্ত্রী আরও বলেন, যদি সরকার চাল আমদানি করে তাহলে মিলারদের লোকসান হবে এবং যেসব কৃষক ধান ধরে রেখেছেন তারাও লোকসানে পড়বেন। এই সময়ে যেসব মিল এগিয়ে আসবে, তাদের এ বি সি এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ২০১৭ সালে হাওরে বন্যার সময় সরকারিভাবে চালের সংগ্রহ বাধাগ্রস্ত হলে সরকার চাল আমদানির ওপর শুল্ক উঠিয়ে দেয়। এর ফলে ৪০ লাখ মেট্রিক টন চাল বিভিন্নভাবে আমদানি করা হয়। সেই বছর মিলমালিক ও কৃষক উভয়েই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজার স্থিতিশীল রাখতে ৫ কোম্পানির আধিপত্য রুখতে হবে (ভিডিও)
মন্ত্রী-সচিবদের হুঁশিয়ারিতেও কমলো না চালের দাম
পর্যাপ্ত সরবরাহের পরও অস্থির চালের বাজার
X
Fresh