• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-দুবাই রুটে বিমান চলবে ৬ জুলাই থেকে

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২০, ১৯:০৯
The Dhaka-Dubai route will run from July 8
ফাইল ছবি

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা ঢাকা- দুবাই রুটে ৬ জুলাই ও ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলা্ই থেকে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বুধবার (১ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গণমাধ্যমকে জানান ওইদিন থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে। আগ্রহী যাত্রীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে ফোন করার পরামর্শ দেয়া হয়েছে।

বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ ও ৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই থেকে শুরু হবে। এর মধ্যে ঢাকা-দুবাই সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) এবং ঢাকা-আবুধাবি রুটে মঙ্গল, বুধ, শুক্র ও রোববার নিয়মিত বিমানের ফ্লাইট চলবে।

এজন্য যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে।

দুবাই যারা ভ্রমণ তাদের ক্ষেত্রে দুবাইয়ের রেসিডেন্স ছাড়া অন্যদের https://smartservices.ica.gov.ae এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। দুবাই রেসিডেন্সিধারীদের https://smart.gdrfad.gov.ae এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh