• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ০৯:৫১
Buriganga bridge cracked, traffic stopped
ফাইল ছবি

সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করতে আসা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দিয়েছে। এ জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এর ওপর দিয়ে সোমবার রাত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান সাংবাদিকদের জানান, পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ কে ধাক্কা দেয় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এতে সেতুতে ফাটল দেখা দেয়ায় সোমবার রাত থেকে সেতুটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মঙগলবার সকাল ১০ টার পর বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামপুর থানার ওসি আবু আনসার জানান, সেতুতে ফাটল দেখা দেয়ায় রাত ৮টা থেকে সব প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেতুর যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-মাওয়া সড়কের এক পাশও বন্ধ করে দেয়া হয়েছে।

আরো পড়ুন: উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ম ভাঙায় সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের প্রাণহানি
সদরঘাটে হতাহতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সদরঘাটে দুর্ঘটনায় ২ লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
X
Fresh