• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করছে আইসিডিডিআরবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০২০, ১১:৪৪
ICDDRB is opening Corona test for everyone
সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করছে আইসিডিডিআরবি

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) আগামী শুক্রবার (২৬ জুন) থেকে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করতে যাচ্ছে। প্রতিটি পরীক্ষার জন্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা।

আইসিডিডিআরবি-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার পর থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছরে সাড়ে ১৪ লাখ টাকা বেতন, কর্মস্থল ঢাকায়
X
Fresh