• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভাড়া বাড়ানোর পরিবর্তে প্রণোদনা চান অটোরিকশা শ্রমিকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০২০, ২২:৪৮
auto, lobur,
ফাইল ছবি

যাত্রীদের ভাড়া ৬০ শতাংশ না বাড়িয়ে তার পরিবর্তে সরকারের প্রণোদনা প্যাকেজের দাবি জানিয়েছেন অটোরিকশা ও হালকা যানবাহন পরিবহন শ্রমিকরা।

আজ বুধবার (৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোরিকশা হালকা যানবাহন পরিবহন শ্রমিক ফেডারেশনের (বিএএলটিডব্লিউএফ) নেতারা এ দাবি জানান।

ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক তার লিখিত বক্তব্যে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির সময় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক ও শ্রমিকদের ক্ষতি থেকে পুনরুদ্ধারের জন্য প্রণোদনা প্যাকেজ হতে আর্থিক সহায়তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিযুক্ত শ্রমিকদের বিশেষ ভাতা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় সংগঠনের সভাপতি আবুল হোসেন ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, চাঁদাবাজি এটি পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি করে এবং শ্রমিকের কোনও ভালো করে না। এটি বন্ধ করতে হবে। যারা অতীতে চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করতে এবং আইনের আওতায় আনতে হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ঈদ বকশিশের নামে চলছে চাঁদাবাজি
গরুর মাংস ৫০০ টাকার কমে বিক্রি সম্ভব : ভোক্তার ডিজি
চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক
চাঁদাবাজির সময় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
X
Fresh