• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশের কোন জেলায় কত আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০২০, ১৭:৪৯
How many are affected in any district of the country
দেশের কোন জেলায় কত আক্রান্ত

দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে।

রোববার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ২২৯টি। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। মোট পরীক্ষা করা হলো তিন লাখ আট হাজার ৯৩০টি। আরও ৪০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট নয় হাজার ৭৮১ জন সুস্থ হলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা ১৬,৪৫২, চট্টগ্রাম ২,২২৬, নারায়ণগঞ্জ ২,০৫৭, কুমিল্লা ৭৭১, মুন্সীগঞ্জ ৬৯৮, গাজীপুর ৬৩৫, কক্সবাজার ৫৬৮, নোয়াখালী ৫১৯, ময়মনসিংহ ৪৮৯, রংপুর ৪০৯, সিলেট ২৯২, কিশোরগঞ্জ ২৩৩, নেত্রকোনা ২১১, জামালপুর ২০৬, বগুড়া ১৯৬, নরসিংদী ১৭৬, ফরিদপুর ১৭২, গোপালগঞ্জ ১৬৮, হবিগঞ্জ ১৬৫, ফেনী ১৫৩, যশোর ১৪৪, লক্ষ্মীপুর ১৪০, জয়পুরহাট ১৩৫, মানিকগঞ্জ ১৩৪, শরীয়তপুর ১১৯, দিনাজপুর ১১৭, ব্রাহ্মণবাড়িয়া ১১৬, মাদারীপুর ১১৫, চাঁদপুর ১০৯, মৌলভীবাজার ১০৩, সুনামগঞ্জ ১০৩, নওগাঁ ১০২, নীলফামারী ৯০, চুয়াডাঙা ৮৯, শেরপুর ৮৬, খুলনা ৭৩, বরিশাল ৭০, রাজবাড়ী ৬৮, রাঙ্গামাটি ৬৫, কুড়িগ্রাম ৬৪, ঠাকুরগাঁও ৬১, রাজশাহী ৫৯, চাঁপাইনবাবগঞ্জ ৫৪, নাটোর ৫৩, টাঙ্গাইল ৫২, কুষ্টিয়া ৫১, ঝিনাইদহ ৪৮, বরগুনা ৪৪, সাতক্ষীরা ৪৩, গাইবান্ধা ৪০, পটুয়াখালী ৪০, পঞ্চগড় ৪০, পাবনা ৩৮, লালমনিরহাট ৩৬, খাগড়াছড়ি ৩৫, ঝালকাঠী ৩০, বান্দরবান ২৯, নড়াইল ২৬, মাগুরা ২৫, পিরোজপুর ২৪, ভোলা ২৩, সিরাজগঞ্জ ১৯, বাগেরহাট ১৮ ও মেহেরপুর ১৪ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh