• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আম্পানের কারণে ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রিন্স চার্লসের চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০২০, ১২:৩৩
uk, prince, charles,
ফাইল ছবি

বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ওয়েলসের রাজপুত্র প্রিন্স চার্লস নিজের এবং তার স্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই চিঠি লিখেছেন।

চার্লস তার চিঠিতে লিখেছন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির জন্য আমি এবং আমার স্ত্রী বাংলাদেশের জনগণের জন্য আমরা গভীরভাবে সমব্যাথী। আপনাকে জানাতে চাই যে, এ ঝড়ে যারা নিহত এবং আহত হয়েছেন বা ঘূর্ণিঝড়ের কারণে যাদের বাড়িঘর ভেসে গেছে তাদের সকলের জন্য দুঃখ প্রকাশ করছি।

চিঠিতে তিনি আরও লিখেছেন, আনন্দদায়ক ঈদ উদযাপনের ঠিক আগে এরকম একটি অবস্থা কতটা ভয়াবহ ছিল তা আমরা বুঝতে পারি। বাংলাদেশের জনগণের জন্য আমাদের সহানুভূতি এবং বিশেষ প্রার্থণা থাকবে। কারণ আপনি কোভিড-19 এর মহামারি এবং ভয়াবহ এই তীব্র ঝড়ের প্রভাব উভয়ের বিরুদ্ধে লড়াই করছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh