• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অর্ধেকের কম যাত্রী নিয়ে লঞ্চ চালানোর চিন্তাভাবনা হচ্ছে: প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০২০, ১৮:১২
The state minister is thinking of launching a launch with less than half of the passengers
ফাইল ছবি

আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেকের কম যাত্রী নিয়ে লঞ্চ চালানোর চিন্তাভাবনা করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৮ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য জানালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সীমিত পরিসরে ৩১ মে থেকে গণপরিবহন চলাচল করার অনুমোতি দিয়েছে সরকার। স্বাস্থ্য ঝুঁকি থাকলেও এই পরিস্থিতি এভাবে থামিয়ে রাখা যায় না। আমাদের যেমন স্বাস্থ্যের কথা ভাবতে হবে, তেমনি অর্থনীতির কথাও চিন্তা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা গণপরিবহন চালুর ব্যবস্থা করব। কিভাবে লঞ্চ চলবে তা নিয়ে শ্রমিক-মালিক এর সঙ্গে বিআইডব্লিওটিএর আলোচনা হবে। ৫০০ জন যাত্রীর লঞ্চকে আমরা ২০০ জন যাত্রী যাতায়াতের ব্যবস্থা করবো।

তিনি বলেন, তবে সেক্ষেত্রে পরিবহন খরচটা উঠবে কিনা সেটা নিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের পরিবহন চালু করতে হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
অর্থনীতিতে বাংলাদেশের ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া
অর্থনীতি নিয়ে হতাশার কিছু নেই : অর্থমন্ত্রী
আত্মসমর্পণ করবেন ড. ইউনূস
X
Fresh