• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর স্ত্রী মারা গেছেন 

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০২০, ১৭:৪৫
Deputy Speaker Fazle Rabbi's wife has died
ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর স্ত্রী আনোয়ারা রাব্বী, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডেপুটি স্পিকারের সহকারী ব্যক্তিগত সচিব তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

মঙ্গলবার বাদ এশা জানাজা শেষে সাঘাটার গটিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। জানাজায় পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে অংশ না নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আনোয়ারা রাব্বী অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সঙ্গে ১৯৭০ সালের ৫ মার্চ বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সংসার জীবনে দুই ছেলে ও তিন মেয়ের মা ছিলেন তিনি। তার দুই ছেলে আগেই মারা গেছেন। তারা ঢাকায় সংসদ ভবনের আবাসিক ভবনে বসবাস করতেন।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য 
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
X
Fresh