• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০২০, ১৬:৩১
How many people are affected in any district in Corona?
করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ১৬৬ জন। আর এ সময় মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৪৮ জন। আর মারা গেছেন ৫২২ জন।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে আগের দিনের নমুনাসহ মোট ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা ১৪,৬৯২, নারায়ণগঞ্জ ১,৮৩৭, চট্টগ্রাম ১,৭৮৯, মুন্সীগঞ্জ ৬০১, গাজীপুর ৫৯১, কুমিল্লা ৫৬৭, কক্সবাজার ৪১০, ময়মনসিংহ ৩৭৫, রংপুর ৩৬৯, নোয়াখালী ২৮০, কিশোরগঞ্জ ২৩১, জামালপুর ১৭৫, নরসিংদী ১৭৫, নেত্রকোনা ১৭৪, গোপালগঞ্জ ১৪৩, ফরিদপুর ১৩৫, হবিগঞ্জ ১৩৩, মানিকগঞ্জ ১৩০, যশোর ১১৬, লক্ষ্মীপুর ১০৪, মাদারীপুর ১০২, জয়পুরহাট ৯৮, ফেনী ৯২, চাঁদপুর ৯০, বগুড়া ৯০, চুয়াডাঙা ৮৯, দিনাজপুর ৮৯, ব্রাহ্মণবাড়িয়া ৮৭, শরীয়তপুর ৮৪, শেরপুর ৬৭, মৌলভীবাজার ৬৬, রাজবাড়ী ৬৫, বরিশাল ৬৪, নীলফামারী ৬২, সুনামগঞ্জ ৫৯, কুড়িগ্রাম ৫৮, নওগাঁ ৫৪, টাঙ্গাইল ৫১, নাটোর ৫০, রাজশাহী ৪৯, সিলেট ৪৮, ঝিনাইদহ ৪৭, রাঙ্গামাটি ৪৭, খুলনা ৪৫, চাঁপাইনবাবগঞ্জ ৪৪, ঠাকুরগাঁও ৩৯, বরগুনা ৩৮, কুষ্টিয়া ৩৮, সাতক্ষীরা ৩৩, পটুয়াখালী ৩০, পঞ্চগড় ৩০, পাবনা ২৯, গাইবান্ধা ২৭, লালমনিরহাট ২৬, মাগুরা ২৪, নড়াইল ২৩, খাগড়াছড়ি ২২, ঝালকাঠী ১৭, বাগেরহাট ১৩, ভোলা ১৩, বান্দরবান ৯, সিরাজগঞ্জ ৯, পিরোজপুর ৭ ও মেহেরপুর ৫ জন।