• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গণপরিবহন নয় ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাওয়া যাবে: র‌্যাব ডিজি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০২০, ১২:৪৩
RAB Director General Chowdhury Abdullah Al Mamun
র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন

গণপরিবহনে নয় ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি যাওয়া যাবে। ঢাকায় প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে পুলিশের যে বাধা ছিল তা খুলে দেয়া হয়েছে। বললেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, ঈদ উপলক্ষ কেউ যেন গণপরিবহন ব্যবহার করতে না পারে সে বিষয়ে নজদারি করবে র‌্যাব। এছাড়া ঈদে দেশের সার্বিক আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে সেদিকেও সতর্ক আছে র‌্যাব।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ে কেউ কেউ গুজব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো তথ্য যাচাই না করে অহেতুক শেয়ার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।

এদিকে আজ শুক্রবার সকাল থেকে ঢাকায় প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট তুলে নেয়া হয়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয় গতকাল বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে যে, ব্যক্তিগত গাড়িতে চলাচল করা যাবে। কেউ গণপরিবহন নয় ব্যক্তিগত গাড়িতে করে ছুটিতে জরুরি কাজের জন্য বা গ্রামের বাড়ি যেতে পারবে। তাদের বাধা না দিতে পুলিশকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
X
Fresh