• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় কোন জেলায় আক্রান্তের সংখ্যা কত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ১৫:৩২
What is the number of victims in any district in Corona?

দেশে করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজধানী ঢাকার পাশাপাশি জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৬১৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৮ জনে।

আজ বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩ হাজার ৮৫২টি। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জনে। এদিকে আরও ২১৪ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা ১০,৮৭৮, নারায়ণগঞ্জ ১,৫০৮, চট্টগ্রাম ৯৪০, গাজীপুর ৫৩৫, মুন্সীগঞ্জ ৩৮৩, কুমিল্লা ৩৭১, ময়মনসিংহ ৩৪০, রংপুর ২৮৬, কিশোরগঞ্জ ২০৭, কক্সবাজার ১৯৯, নরসিংদী ১৭৪, নোয়াখালী ১৬৮, জামালপুর ১৫২, গোপালগঞ্জ ১১৫, হবিগঞ্জ ১১২, নেত্রকোনা ১১২, যশোর ১০৯, লক্ষ্মীপুর ১০১, জয়পুরহাট ৯৭, ফেনী ৯০, চুয়াডাঙা ৮৯, চাঁদপুর ৮৬, শরীয়তপুর ৭৩, মাদারীপুর ৬৯, ফরিদপুর ৬৯, ব্রাহ্মণবাড়িয়া ৬৭, দিনাজপুর ৬৭, শেরপুর ৬৫, বরিশাল ৬০, মানিকগঞ্জ ৫৮, কুড়িগ্রাম ৫৮, বগুড়া ৫৬, নীলফামারী ৫৩, সিলেট ৪৮, সুনামগঞ্জ ৪৬, নওগাঁ ৪৫, ঝিনাইদহ ৪৫, নাটোর ৪৪, টাঙ্গাইল ৪১, মৌলভীবাজার ৩৯, বরগুনা ৩৭, চাঁপাইনবাবগঞ্জ ৩৬, রাজশাহী ৩৪, খুলনা ৩৩, কুষ্টিয়া ৩২, সাতক্ষীরা ৩০, পটুয়াখালী ২৯, ঠাকুরগাঁও ২৯, রাজবাড়ী ২৭, রাঙ্গামাটি ২৭, গাইবান্ধা ২৬, লালমনিরহাট ২৫, মাগুরা ২৩, পাবনা ২০, পঞ্চগড় ২০, ঝালকাঠী ১৬, নড়াইল ১৬, ভোলা ১৩, বাগেরহাট ১১, খাগড়াছড়ি ৯, সিরাজগঞ্জ ৮, পিরোজপুর ৭, বান্দরবান ৭ ও মেহেরপুর ৫ জন।