• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনাযুদ্ধে জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০২০, ২১:৩৩
Another policeman gave his life in the Corona War
করোনাযুদ্ধে জীবন দেয়া পুলিশ সদস্য মো. নঈমুল হক, ছবি : সংগৃহীত

করোনা প্রতিরোধে দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য। মারা যাওয়া কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ৭ জন সদস্য মারা গেলেন।

বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা আরটিভি অনলাইনকে বলেন— পুলিশের ব্যবস্থাপনায় নঈমুল হকের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নঈমুলের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীরবাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ তিন শিশু সন্তান রেখে গেছেন। এর আগে করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী গতকাল রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩০ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে। এদিকে আরও ৩৩৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হলেন।

আজ শনিবার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh