• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩০ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ থাকবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ২০:২৮
All flights will be closed until May 30
ফাইল ছবি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে শিডিউল সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ শিডিউল সব ফ্লাইট আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, নেপাল, ওমান, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, , থাইল্যান্ড, তুরস্ক, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ইউএই, ইউকে -এর সঙ্গে বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিমান চলাচলের নিষেধাজ্ঞা একই সময় পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে বুধবার বিমানের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীগণ আগামী ১৪ মার্চ ২০২১ পর্যন্ত কোনও প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন। আবার কেউ চাইলে এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতেও পারবেন।