• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিমানের অব্যবহৃত টিকিটে ভ্রমণ করা যাবে ১৪ মার্চ পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ১৭:০০
বিমানের অব্যবহৃত টিকিটে ভ্রমণ করা যাবে ১৪ মার্চ পর্যন্ত
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে যেসব যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট করেও ভ্রমণ করতে পারেননি তারা অব্যবহৃত টিকিট দিয়ে আগামী বছরের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তবে কেউ চাইলে ভ্রমণ না করে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন।

আজ বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রীরা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনও প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন। অথবা তারা চাইলে টিকিটের মূল্য ফেরতও নিতে পারবেন।

করোনাভাইরাসের কারণে প্রায় দেড়মাস বন্ধ আছে দেশের সব বিমানবন্দর ও সব ধরনের বিমান চলাচল। যার জন্য বাংলাদেশ বিমানের টিকিট কিনে রাখা যাত্রীদের ইচ্ছা থাকলেও গন্তব্যে পৌঁছাতে পারেননি। সেজন্য বিমান এই বিশেষ অফার এনেছে।

গত ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারে সবশেষ বিমানের ফ্লাইট চলে। তবে গত এপ্রিল থেকে বেশ কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ফের এফএ কাপের ফাইনালে সিটি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
ফের শীর্ষে আর্সেনাল
X
Fresh