• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মে ২০২০, ১৮:৩৪
করোনা উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৮ মে রাত ৮টার দিকে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হন খলিলুর রহমান। তখন তাকে অক্সিজেন দেয়া হয়। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। ঢাকার মুগদায় সপরিবারে থাকতেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

যদিও ঢামেকের ডেথ সার্টিফিকেটে খলিলুর রহমানের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে তার মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh