• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অধ্যাপক মুনতাসীর মামুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০২০, ২৩:৪৩
অধ্যাপক মুনতাসীর মামুন
অধ্যাপক মুনতাসীর মামুন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন।

রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে ওই হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান।

তিনি বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো না। আমরা রাতেই তাকে আইসিইউতে শিফট করবো।

হাসপাতাল থেকে জানানো হয়, দশদিন আগে তার করোনা পরীক্ষা করানো হলেও রিপোর্ট নেগেটিভ আসে। তবে রোববার করোনাভাইরাসের উপসর্গ স্পষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে সবশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট আসবে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ রয়েছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বর্তমান সহ-সভাপতির পদে আছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh