• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে দোকানপাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০২০, ১৪:০১
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে দোকানপাট
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে দোকানপাট (ফাইল ছবি)

হোটেল রেস্তোরাঁয় লক ডাউনের শিথিলতার সুযোগ নিয়ে অনেকেই খুলতে শুরু করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই কাজে যোগ দিতে বের হয়েছেন এসব মানুষ।
গত কয়েকদিনের মতো আজও রাস্তায় ছিল ব্যক্তিগত গাড়ি ও ছোট ছোট যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন সরকারের এমন শিথিলতায়, মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করাই তাদের প্রধান কাজ।

ইমামের মতো অনেক ব্যবসায়ীই লকডাউন মানছেন না। ভাগ্যের ওপর নিজেকে ছেড়ে দিয়ে কাজে যোগ দিয়েছেন এমন অনেকেই।

রাস্তায় গণপরিবহন নাইতো কি হয়েছে। ছোট ছোট গাড়িতে চাপাচাপি করেই ছুটছেন যে যার গন্তব্যে। ভিড় বেড়েছে রাজধানীর ইফতার বিক্রির দোকানগুলোতেও। যেখানে মানাও হচ্ছে না সামাজিক-শারীরিক দূরত্ব। একটি কিংবা দুটি জায়গায় শিথিলতার সুযোগ নিচ্ছেন কেউ কেউ। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও যেন অসহায়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে জনসমাগম এড়িয়ে চলার কথাই বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতেই পরামর্শ দিচ্ছেন তারা।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
গরমে ঘন ঘন হিট ক্র্যাম্প, যাদের ঝুঁকি বেশি 
উচ্চঝুঁকিপূর্ণ রুট পার হচ্ছে এমভি আবদুল্লাহ, পাহারায় ইইউ’র যুদ্ধজাহাজ
ঢাকার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সিলগালার নির্দেশ
X
Fresh