• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০২০, ১৭:১৩
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

করোনার এই পরিস্থিতিতে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

অন্যদিকে, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলেও এখনও মৌখিক পরীক্ষা শুরু করা হয়নি। করোনা পরিস্থিতির কারণে এনটিআরসিএর সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় যেকোনো ধরনের জনসমাগম না করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এতে বন্ধ রয়েছে দেশের সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
X
Fresh