• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিল্প কারখানা ও গণপরিবহন পর্যায়ক্রমে খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৫ মে পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০২০, ১৮:৪৮
শিল্প কারখানা ও গণপরিবহন পর্যায়ক্রমে খুলে দেয়া হবে
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারের সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখতে নির্দেশনায় বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিল্প-কারখানা এবং গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এবং গণপরিবহন পর্যায়ক্রমে খুলে দেয়া হবে। এছাড়া ছুটিকালীন কোনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।

এই সাধারণ ছুটিতে গণপরিবহন ছাড়াও জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৮ মার্চ থেকে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ
৪ দিন সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার
করোনায় আরও একজনের মৃত্যু
সন্তান বিক্রির পর অনুশোচনায় ৯৯৯ নম্বরে মায়ের ফোন, অতঃপর..
X
Fresh