• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাঁচাবাজার ও দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে ডিএমপির নির্দেশনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০২০, ১৫:৩৯
কাঁচাবাজার ও দোকান বিকেল ৫ টা খোলা রাখতে ডিএমপির নির্দেশনা
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপগুলোকে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেয়া হয়।

এছাড়া বিভিন্ন পাড়া ও মহল্লার অলিগলিতে যেসব নিত্যপণ্যের দোকান রয়েছে সেগুলোকে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

এর আগে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কাঁচাবাজার ও সুপারশপগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভূত এ সংকট মোকাবিলায় সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এছাড়া আরও তিনজনসহ মোট ৩৯ জন সুস্থ হয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের পর কারওয়ান বাজার স্থানান্তর কাজ শুরু হবে
শিবগঞ্জে কাঁচাবাজারে আগুন, পুড়ে গেছে ১২ দোকান
নারায়ণগঞ্জে কাঁচাবাজারে আগুন, ২০০ দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
X
Fresh