• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০২০, ১২:৩৫
এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের আহ্বান
মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট

দেশে করোনাভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। থমকে গেছে সাধারণ মানুষের উপার্জন। এমন পরিস্থিতিতে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের আহ্বান জানিয়েছে ভাড়াটিয়া কল্যাণ সমিতি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারির অনুরোধ করেছে সংগঠনটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছেন ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ভাড়াটিয়াদের এখন চরম দুর্দশা। সহৃদয়শীল বাড়ির মালিকরা অন্তত একটি মাসের জন্য ভাড়াটিয়াদের এই দুর্দশা বিবেচনায় নেবেন বলে আশা রাখি।

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই বাড়ি ভাড়া মওকুফের বিষয়টি আলোচনায় আসে। সরকার দুই মাসের বাড়ি ভাড়া মওকুফ করতে মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন, এমন গুজবও ছড়িয়ে পড়ে কয়েকদিন আগে। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট করে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
ঈদে ভাড়া মওকুফ করে বাড়িওয়ালার অনন্য নজির
X
Fresh