• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৫, মৃত্যু ৩: আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০২০, ১৫:২৪
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫ জন: আইইডিসিআর

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পরে দেশে নতুন করে আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের কথা জানান।

নতুন ছয়জনসহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। সে হিসেবে এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টার নিয়মিত ব্রিফিংয়ে নতুন আরো ৬ জন আক্রান্তের কথা জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
এর আগে সোমবার দুপুরে অনলাইন ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, নতুন করে আরো ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসেবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। ২০৮টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
X
Fresh