• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অবৈধ বাংলাদেশিদের ফেরত নিতে যোগাযোগ করেছে কয়েকটি দেশ: পররাষ্ট্রমন্ত্রী 

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০২০, ১৯:৪৮

মালদ্বীপসহ চার পাঁচটি দেশ সেখানে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার জন্য যোগাযোগ করেছে। সরকার বুঝেশুনে বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেবে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব বেশি দেশ প্রবাসীদের ফেরত পাঠাতে আবেদন করেনি। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া এ সঙ্কটের মধ্যে সরকার এতে চাপে পড়েছে।

তিনি বলেন, সেসব দেশের সাথে যে ধরনের সম্পর্ক বজায় রয়েছে তা বিবেচনায় বাংলাদেশ খুব বড় সমস্যায় পড়বে না এবং তাদের সাথে সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা হয়েছে। তার সাথে সেখানে থাকা অবৈধ (আনডকুমেন্টেড) বাংলাদেশিদের বিষয়ে কথা হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সেখানের পর্যটন ব্যবসায়ের ধ্বস এবং রেস্তোরাঁ ব্যবসা বন্ধ থাকার কথা তুলে ধরেন। তাই তারা সে দেশে থাকা বৈধদের সাহায্য করছেন।

অন্য দেশগুলোর নাম উল্লেখ না করতে চাইলেও ড. মোমেন বলেন, এ মুহূর্তে চার থেকে পাঁচটি দেশ তাদের দেশে থাকা বাংলাদেশের অনিবন্ধিত অভিবাসীদের কথা জানিয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
মালদ্বীপে প্রধান কৌঁসুলিকে হাতুড়ি দিয়ে আঘাত
সংসদে মারমারিতে জড়ালেন মালদ্বীপের এমপিরা
মালদ্বীপে চীনের জাহাজ
X
Fresh