• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় ২ জন করোনা আক্রান্ত: আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০২০, ১৫:৫২
২৪ ঘণ্টায় ২ জন করোনা আক্রান্ত: আইইডিসিআর
বুধবার অনলাইন সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ছবি: আরটিভি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে দুইজনের দেহে করোনা শনাক্ত করা গেছে।

কোভিড-১৯ মহামারির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বুধবার (৩১ মার্চ) দুপুরে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ৫১ জন করোনা রোগী শনাক্ত হলো। আরও ছয়জন সুস্থ হয়েছেন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ফিরেছেন ২৫ জন। আর মারা গেছেন ৫ জন। এছাড়া এ পর্যন্ত মোট ১৬০২ জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।

ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি থেকে এসেছেন। আরেকজনের বয়স ৫৫ বছর। তার বিদেশে যাওয়ার কোনো ইতিহাস নেই।

এদিকে সন্দেহজনক মৃত্যুগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেন আইইডিসিআর পরিচালক।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮১৫ জনে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
X
Fresh