• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৭ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০২০, ১৯:২৪
৭ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ
বাংলাদেশ বিমান (ফাইল ছবি)

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চ থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞাও আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।

আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানোনো হয়।

এর আগে এক আদেশে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরে উড়োজাহাজের যাওয়া-আসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।

১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগে গত ১৬ মার্চ ইউরোপে যুক্তরাজ্য বাদে অন্য দেশগুলোর সঙ্গে চলাচল বন্ধ করা হয়েছিল।

অপরদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (পিআর) মো. কামরুল ইসলাম শনিবার জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৯ মার্চ থেকে শুধু প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ১৫ এপ্রিল, কুয়ালালামপুর ১৪ এপ্রিল, সিঙ্গাপুর ৭ এপ্রিল, মাস্কাট ২৯ এপ্রিল, ব্যাংকক ১৮ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ৪ এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, ৩ শহরে ফ্লাইট বন্ধ
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
X
Fresh