• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০২০, ১২:৫২
অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে। তবে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হলেও পণ্যবাহী নৌযানসহ জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করবে।

এর আগে ১৬ মার্চ করোনাভাইরাস রোধে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়তে পারে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই জনসমাগম এড়ানোসহ গণপরিবহনে ভ্রমণ নিষেধ করে আসছেন বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে লোকাল ও মেইল ট্রেন, গণপরিবহনের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করা হলো।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
X
Fresh