• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওমরাহ যাত্রীদের ভিসা ফি ও সার্ভিস চার্জ ফেরত দেবে সৌদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০২০, ২২:১৭
ওমরাহ যাত্রীদের ভিসা ফি ও সার্ভিস চার্জ ফেরত দেবে সৌদি
ফাইল ছবি

করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার কারণে ওমরা যাত্রীদের ভিসা এবং অন্যান্য সার্ভিস ফি ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আজ রোববার (১ মার্চ) বিকেলে এ ঘোষণা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওমরাহ ভিসা প্রবেশ স্থগিতের সিদ্ধান্তের পর এই ঘোষণা দেয়া হলো।

ঘোষণায় বলা হয়েছে, ভিসা স্থগিত হওয়া যাত্রীদের ওমরাহ ফি এবং অন্যান্য বিষয়ে নেয়া সার্ভিস চার্জসমূহ ফেরত দেয়া হবে। এ জন্য স্থানীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইনেও এ সংক্রান্ত আবেদন করা যাবে।

প্রয়োজনে 00966-920002814 এই নম্বর কিংবা ই-মেইলে mohcc@haj.gov.sa যোগাযোগ করা যাবে।

এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে আবারও ঘোষাণা দিয়ে জানানো হয়েছে যে, এ নিষেধাজ্ঞা অস্থায়ী। এটা সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। যা ওমরাহ যাত্রীদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ গভীরভাবে এটা অনুভব করছে। তাই এই অস্থায়ী সিদ্ধান্ত নিয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ
গলফ কার্টে চড়ে ওমরাহ করার সুযোগ
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh