• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমারকে উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা দিল জার্মান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮
মিয়ানমারকে উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা দিল জার্মান
প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মাান উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জার্ড মুলার

বাংলাদেশে থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেয়া পর্যন্ত মিয়ানমারের সাথে উন্নয়ন সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জার্ড মুলার।

আজ বুধবার ঢাকা ত্যাগের আগে মুলার বলেন, রোহিঙ্গাদের সুরক্ষা এবং তাদের স্বেচ্ছায় ফেরানোর ব্যাপারে মিয়ানমারের অবশ্যই কাজ করা উচিত। রোহিঙ্গাদের দুর্দশা বিশ্বের অন্যতম বৃহত্তম ট্র্যাজেডিতে পরিণত হচ্ছে। এটি সিরিয়ার পর শরণার্থীদের জন্য দ্বিতীয় খারাপ অবস্থা।

তিনি বলেন, রোহিঙ্গাদের ভাগ্যের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ বিষয়ে আরও সন্দেহাতীতভাবে কাজ করতে হবে। সেই সাথে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেয়া স্থানীয়দের সমর্থনে জার্মানি তার উন্নয়ন নীতির বিভিন্ন দিকগুলো ব্যবহার করবে বলেও জানান তিনি।

মুলার বলেন, দশ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে এবং তাদের বেশিরভাগই কুতুপালং শরণার্থী শিবিরে বাস করছে।

কুতুপালং শিবিরকে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী আখ্যায়িত করে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী বলেন, ‘এখানে থাকা শরণার্থীদের অনেকেই ট্রমার (আতঙ্ক বা ভীতি) মধ্যে দিয়ে যাচ্ছে।’

দুদিনের সংক্ষিপ্ত সফরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন মুলার। এ সময় জার্মান মন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার জন্য আরও চাপ দেয়ারও আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান।

একইদিন (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠককালে জার্মানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য তার দেশের দৃঢ় প্রতিশ্রুতি এবং মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক আদেশের পক্ষে পুরোপুরি সম্মতি জানান।

পরের দিন (বুধবার) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ঢাকা ফিরে নয়াদিল্লির উদ্দেশে আবার ঢাকা ত্যাগ করেন মুলার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
X
Fresh