• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খুব প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ নয়, তবে নিষেধ করা হচ্ছে না: আইইডিসিআর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪০

খুব প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ পরিহার করাই ভালো বলে পরামর্শ দিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় করোনাভাইরাসকে বৈশ্বিক উদ্বেগের কারণ বলে মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে রোববার দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিডিসিআরে করোনাভাইরাস নিয়ে প্রতিদিনের সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

এখনো দেশে কেউ আক্রান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, নতুন করে লেবানন ও ইজরায়েলসহ মোট ২৮টি দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিঙ্গাপুর ও আরব আমিরাতে আক্রান্ত মোট ৬ জনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডে ২৪৪১ ও চীনের বাইরে ১৭ জন মৃত্যু হয়েছে। হুবেই কর্তৃপক্ষ জানায়, শনিবার ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩০ জন।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ মাসে সুদ পরিশোধ ১০০ কোটি ডলারের বেশি
বিদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
যে কারণে ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস
X
Fresh