• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে চার ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৫
বঙ্গবন্ধু সেতু যান চলাচল শুরু
কুয়াশা কেটে গেলে সাড়ে তিন ঘণ্টা পর ফের যান চলাচল শুরু হয়েছে, ছবি: আরটিভি অনলাইন

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ করে দেয়ার সাড়ে চার ঘণ্টা পর ফের যান চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিয়ে টোলপ্লাজা খুলে দেয়া হয়। এরপর আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৫টা থেকে সিরাজগঞ্জে ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। হেড লাইট জ্বালিয়ে পরিবহনগুলোকে চলতে হয়। পরে দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ যানচলাচল বন্ধ করে দেয়। এসময় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকতা সৈয়দ শহীদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে সেতুর যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আর এতে সেতুর পাশে কিছুটা যানজট সৃষ্টি হয়। পরে কুয়াশা কেটে গেলে টোল প্লাজা খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh