• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান যানচলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৯
ঘন কুয়াশা বঙ্গবন্ধু সেতু যানচলাচল
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু‌র টোল প্লাজা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, ছবি: আরটিভি অনলাইন

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু‌র টোল প্লাজা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কুয়াশায় দৃষ্টিসীমা তিরিশের নিচে নেমে আসায় টোলপ্লাজার সবকটি লেন বন্ধ রাখা হয়েছে।

আজ সোমবার ভোর ৫টা থেকে তা বন্ধ রাখা হয়। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা ও সেতু পশ্চিমপাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এর আগে ঘন কুয়াশায় সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণেনে সোমবার ভোর ৫টা থেকে টোলপ্লাজা বন্ধ রাখা হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
স্বস্তির ঈদযাত্রা, ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
বঙ্গবন্ধু সেতুতে ৯ হাজার ৩২৪ মোটরসাইকেল পারাপার
X
Fresh