• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাড়ি ফিরে গেলেও আরও ১০ দিন সবাইকে সতর্ক থাকতে হবে : আইইডিসিআর

অনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৩
বাড়ি ফিরে গেলেও আরও ১০ দিন সবাইকে সতর্ক থাকতে হবে : আইইডিসিআর
ফাইল ছবি

চীনের উহান থেকে দেশে ফেরা ৩১২ জন বাড়ি ফিরে গেলেও তাদের আরও দশদিন বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, ‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে তাদের আরও ১০ দিন নজরে রাখা হবে। তারা যেন জনসমাগম এড়িয়ে চলেন। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাড়িতে অবস্থান করেন। বাড়ির বাইরে গেলেও মাস্ক ব্যবহার করবেন। আগামী দশ দিনের মধ্যে তাদের শরীরে কোনও লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আইইডিসিআরকে সঙ্গে সঙ্গে জানাতে হবে।

গেল ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জন বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। পরে এদের মধ্যে ৩০১ জনকে আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে ও বাকি ১১ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হয়। শনিবার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়।

এসএস/পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh