করোনা মোকাবেলায় কুয়েত মৈত্রী হাসপাতালে ২০০ বেড প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮
আরটিভি অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাস মোকাবেলায়, দেশের সকল হাসপাতালে বিশেষ প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির হেলথ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
হজ ক্যাম্পের কারও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ১৪ দিন হলে সবাইকে ছেড়ে দেয়া হবে। করোনাভাইরাসের জন্য, কুয়েত মৈত্রী হাসপাতালে ২০০ বেড প্রস্তুত রাখা হয়েছে।
এসএস