• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট করার সিদ্ধান্ত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪
করোনাভাইরাস: বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট করার সিদ্ধান্ত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা

করোনাভাইরাস: বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট করার সিদ্ধান্ত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা জানিয়েছেন, সরকারি হাসপাতালে আইসোলেশন থাকলেও আজ থেকে বেসরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ইউনিট করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের মিলনায়তনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মীরজাদী সেব্রিনা জানিয়েছেন, ইতোমধ্যেই চিনের পর সিঙ্গাপুরের নজর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই ওই সংস্থার বরাত দিয়ে তিনি জানান, সিঙ্গাপুরে আক্রান্ত দুই বাংলাদেশি সংস্পর্শে যারা ছিল তাদের মধ্যে ২০ জনকে কেয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের মধ্যে দশজন বাংলাদেশি রয়েছে।