• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা আতঙ্ক: সীতাকুণ্ডে জাহাজে ১৭ চীনা নাবিক

সীতাকুণ্ড প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২
করোনা আতঙ্ক সীতাকুণ্ড ১৭ চীনা জাহাজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি স্ক্র্যাপ জাহাজে (কাটার জন্য আনা জাহাজ) দুইদিন ধরে অবস্থান করছেন ১৭ চীনা নাবিক। শনিবার বিকেলে সাগর উপকূলের সোনাইছড়ির লালবেগ শিপইয়ার্ডে জাহাজটি কাটার জন্য রাখা হলেও প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিককে নিচে নামতে দেওয়া হয়নি।

তবে এই ১৭ নাবিকের শরীরে কোনও করোনাভাইরাসের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন জাহাজ আমদানিকারক এজেন্সি মালিক।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় আরটিভি অনলাইনকে বলেন, জাহাজের নাবিকদের তথ্য দেওয়ার নিয়ম থাকলেও ইয়ার্ড কর্তৃপক্ষ তা জানায়নি। ফলে বিষয়টি সম্পর্কে তার জানা নেই।

খোঁজ নিয়ে জানা যায়, জাপানের পতাকাবাহী ইউনি হারভেস্ট কার্গো জাহানটি ৯ হাজার মেট্রিকটন ওজনের। চীন থেকে জাহাজটি চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির লালবেগ শিপইয়ার্ডে কাটার জন্য শনিবার বিকেলে আনা হয়। যথানিয়মে জাহাজটি ইয়ার্ডে সৈকতায়নও করা হয়। সৈকতায়নের পর জাহাজ থেকে নাবিকরা নেমে গেলেও এই ১৭ নাবিক এখনও জাহাজে রয়ে গেছেন। বিমানের টিকেট নিশ্চিত হলে তাদের জাহাজ থেকে নামিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক
জাহাজেই ফিরছেন এমভি আবদুল্লাহর সব নাবিক
একদিন আগেই নোঙর করবে এমভি আবদুল্লাহ
আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক
X
Fresh