• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস তিন মাস স্থায়ী হলে পদ্মা সেতুর সমস্যা হবে: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫
করোনাভাইরাস তিন মাস স্থায়ী হলে পদ্মা সেতুর সমস্যা হবে সেতুমন্ত্রী
ফাইল ছবি

পদ্মা সেতুতে ৯৮০ জন চীনা নাগরিক কর্মরত আছেন। তার মধ্যে চীনে আছেন ৩৩২ জন, যাদের মধ্যে চীন থেকে ফিরেছেন ৩৩ জন। যদি করোনাভাইরাস আগামী তিন থেকে চার মাস স্থায়ী হয় তাহলে পদ্মা সেতুর কাজে সমস্যা হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (৫ জানুয়ারি) সচিবালয়ে সব প্রকল্প ও মন্ত্রণালয়ের অধীনস্থ কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, পদ্মা সেতুর কাজ সব মিলিয়ে ৭৭ শতাংশ অগ্রগতি হয়েছে। তারমধ্যে মূল সেতুর কাজ হয়েছে ৮৬ শতাংশ। ২৩টি স্প্যান বসেছে এবং আগামী ১০ ফেব্রুয়ারি ২৪তম স্প্যান বসবে।

ওবায়দুল কাদের বলেন, মেট্টোরেলের কাজে ৪২ শতাংশ অগ্রগতি হয়েছে। তারমধ্যে উত্তরা থেকে আগারগাঁও ৬৮ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল ৩৮ শতাংশ অগ্রগতি হয়েছে।

মেট্রোরেলে ৫৮ জন চীনা নাগরিক রয়েছে জানিয়ে কাদের বলেন, তাদের মধ্যে চীনে গেছেন ৩১ জন, ফেরত এসেছেন ১ জন। তিনি আবার কোয়ারেন্টাইনে আছেন। মেট্রোরেলে কোনোও প্রভাব পড়বে না, ২০২১ সালে কাজ শেষ হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh